প্রবাস মেলা ডেস্ক: দেখতে দেখতে বাংলাদেশ এবং ভারতের জনপ্রিয় জুটি সৃজিত মিথিলার সংসার এক বছর হতে চলল। গত বছরের ৬ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৬ ডিসেম্বর ২০২০, রবিবার তাদের প্রথম বিবাহবার্ষিকী। দিনটি উদযাপনে ছোট আইয়ারাকে নিয়ে তারা সুন্দরবন বেড়াতে গিয়েছেন।
কয়েক দিন আগে শীতের মিষ্টি রোদ্দুর মেখে ছোট আইরা আর স্ত্রী মিথিলাকে নিয়ে চিড়িয়াখানা বেড়াতে যান পরিচালক সৃজিত মুখার্জি। সেই ছবি ওঠে এসেছিল সৃজিত-মিথিলার সোশ্যাল মিডিয়ায়।
এবার আইরাকে নিয়ে সুন্দরবন বেড়াতে গেলেন সৃজিত। নৌকায় করে সুন্দরবন ঘুরে দেখার এক টুকরো মুহূর্ত নিজেই টুইটারে পোস্ট করেছেন পরিচালক। লিখেছেন, ‘বনের দিনরাত্রি।’