প্রবাস মেলা ডেস্ক: মুশফিক আর ফারহান এবং তানজিন তিশা। দুই তারকা নতুন জুটি হিসেবে প্রথমবারের মতো ঈদে আসতে যাচ্ছেন। এখন পর্যন্ত দুজনকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। তাই বলা যায় এবারের ঈদের চমক ফারহান-তিশা জুটি।
একদিকে নতুন অভিনেতা হিসেবে বেশ ভালো করছেন মুশফিক আর ফারহান। আর তানজিন তিশা তো বর্তমান অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তাই দু’জনের জুটি বেঁধে অভিনয় উপভোগ করবেন দর্শক, এমনটাই প্রত্যাশা করছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। তিনি ফারহান ও তিশাকে নিয়ে তৈরি করেছেন ঈদের বিশেষ নাটক ‘ওয়েডিং ক্রাশ’।
সৌখিন এ নাটকের গল্প নিয়ে বলেন, ফারহান একটি দুষ্ট ছেলে, আর তিশা একজন মিষ্টি মেয়ে। নানা খুনসুটির মধ্য দিয়ে দু’জনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মনের কথা দু’জনের একজনেরও বলা হয় না। এই না বলা ভালোবাসাই তাদের একটি চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু কী সেই পরিণতি? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আসছে ঈদ পর্যন্ত। আসছে ঈদে নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
প্রথমবার একসঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেতা ফারহান জানান, ‘যে কোনো নতুন অভিজ্ঞতাই আমি উপভোগ করি। তানজিন তিশার সঙ্গে কাজ করাটাকেও এনজয় করেছি। জাকারিয়া সৌখিন ভাই খুব চমৎকার একটি গল্পে ‘ওয়েডিং ক্রাশ’ নাটকটি তৈরি করেছেন। চরিত্র ও সংলাপগুলো সবার মনে ধরবে আশা করছি।’
এ নিয়ে অভিনেত্রী তিশা জানান, ‘একটি পিওর রোমান্টিক গল্পের নাটক। যার পরিণতি দর্শকের মন ছুঁয়ে যাবে। এ নাটকটি দিয়ে প্রথমবার ফারহানের সঙ্গে কাজ করা হলো। সে এখন খুব ভালো কাজ করছে। আমার বিশ্বাস, দর্শক আমাদের জুটি ও রসায়ন পছন্দ করবেন।’
নতুন জুটি নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, ‘আসলে আমাদের দেশে শিল্পী সংকট রয়েছে। তাই নতুন জুটি মানে নতুন কেমিস্ট্রির সম্ভাবনা। এই জুটিকে যদি দর্শক গ্রহণ করেন, তবে সব নির্মাতা এবং আমাদের নাটক ইন্ডাস্ট্রির জন্যই ভালো।’ নির্মাতা আরো বলেন, ‘ফারহান অনেকদিন ধরেই বেশ ভালো করছেন। দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। আর তিশা তো বরাবরই দুর্দান্ত। দর্শকের প্রিয়মুখ। তাই দু’জনের জুটি হয়ে অভিনয় করা নিঃসন্দেহে একটি দারুণ ঘটনা। আমার প্রত্যাশা এই জুটিকে দর্শক ব্যাপকভাবে গ্রহণ করবে। ইনশাআল্লাহ ভালো কিছুই হতে যাচ্ছে।’
নাটকটি নিয়ে সিএমভি’র কর্ণধার এসকে শাহেদ আলী বলেন, ‘ঈদ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে ‘ওয়েডিং ক্রাশ’ নাটকটি। সময়ের ক্রেজ দুই তারকা প্রথমবার একসঙ্গে কাজ করেছেন এ নাটকে। এর গল্প ও নির্মাণও বেশ চমৎকার হয়েছে। দর্শক নাটকটি উপভোগ করবেন আমার বিশ্বাস।’