জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: প্রথমবারের মতো বাংলাদেশে বিজনেস সামিট করতে যাচ্ছে কমনওয়েলথ এন্টারপ্রাইজ এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল। ৫৬ টি দেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে সেপ্টেম্বরের ১৩ এবং ১৪ তারিখ বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে চলবে বৃহৎ এই আয়োজন। আশা করা হচ্ছে বিভিন্ন দেশের প্রায় ৩ শত ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীগণ এই সামিটে অংশগ্রহণ করবেন। থাকবেন কমনওয়েলথভুক্ত দেশের উচ্চপদস্থ কর্মকর্তা, পলিসি মেইকার সহ বিশিষ্টজনেরা। মঙ্গলবার লন্ডনে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এক প্রেস কনফারেন্স করে এই বিষয়টি তুলে ধরেন, দা কমনওয়েলথ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের স্ট্র্যাটেজিক এডভাইজার অফ বাংলাদেশ জিল্লুর হুসাইন এমবিই।
বাংলাদেশ অর্থনীতি পূর্বের চেয়ে অনেক এগিয়ে। রয়েছে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা। সঠিকভাবে তুলে ধরলে বিদেশী বিনিয়োগ আরো বাড়ানো সম্ভব বলেও জানান জিল্লুর হুসাইন। সাংবাদিক আকরাম হুসাইনের পরিচালনায় প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সিডব্লিউইআইসি এর ডাইরেক্টর অফ অপারেশন সিন লেনো, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজের রিয়ান শেরিফ, প্রিন্ট, ইলেকট্রনিক এবং স্যোসাল মিডিয়া প্রতিষ্ঠানের সাংবাদিক সহ ব্রিটিশ বাংলাদেশী বিজনেস লিডার।
ইতিমধ্যে কমনওয়েলথ অন্তভূর্ক্ত বিভিন্ন দেশের ব্যবসায়ীক প্রতিনিধিরা অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জিল্লুর বলেন, আজকে এই প্রেস কনফারেন্স করার অন্যতম উদ্দেশ্য হলো ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের বিজনেস সামিট সম্পর্কে জানানো: এত বৃহৎ পরিসরে বিদেশী ব্যবসায়ীদের নিয়ে এই আয়োজন প্রথম। আর তাই এর আনুষ্ঠানিকতাও অনেক। সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে বলেন, এই সামিট সফলভাবে সম্পন্ন করতে কাজ করছে বাংলাদেশ ইনভেস্টম্যান্ট ডেভলাপমেন্ট অথরিটি বিডা, মিনিস্ট্রি অফ ফরেন এ্যাফেয়ার্স, জাই ফাউন্ডেশন। এবং এর সার্বিক সহযোগিতা হিসেবে কাজ করছে কানেক্ট।