প্রবাস মেলা ডেস্ক: ১৩ এপ্রিল শনিবার বিকেলে প্রবাস মেলা অফিসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত রেডিও, টেলিভিশন নিউজ প্রেজেন্টার রেহানা পারভীন। তিনি ১৯৭৯ সাল থেকে বাংলাদেশ বেতার ও ১৯৮১ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে নিউজ প্রেজেন্টার হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার প্রমিত উচ্চারণ আর দরাজ কণ্ঠ সকল দর্শক শ্রোতাদের মন কাড়ে। নিউজ প্রেজেন্টেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেন।
ঐদিন বিকেলে বাংলা নববর্ষ ১৪২৬ এর শুভেচ্ছা জানাতে জনপ্রিয় এই নিউজ প্রেজেন্টার প্রবাস মেলা অফিসে আসেন। এসময় তিনি ফুল দিয়ে প্রবাস মেলা পরিবারকে বৈশাখী শুভেচ্ছা জানান। পরে প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ও নির্বাহী সম্পাদক শহীদ রাজু তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।