রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী প্যারিসের আয়োজনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে। রাজধানী প্যারিসের নিকটবর্তী ববিনিতে মেরির হল রুমে অনুষ্ঠিত এই উৎসবটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরলিপির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাকিল সরকার। উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার আলি সুমন শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববিনি মেরির মেয়র আব্দেল সাদি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অবনী চন্দ্র দাস গোপাল, মোতালিব খান, আমিন খান হাজারি, সহ-সভাপতি পুষ্পারাণী দাস, মাহমুদুল হক, আলী আক্কাস, নাসির উদ্দিন আহমেদসহ আরও অনেকে।
উৎসবের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক হ্যাপি চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদিকা নিশিতা বড়ুয়ার যৌথ সঞ্চালনায় জমজমাট এই আয়োজনে ভায়োলিনে জাতীয় সংগীত পরিবেশন করেন নতুন প্রজন্মের শিশু শিল্পী আরশি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় বাউলশিল্পী পাবন দাস বাউল। এছাড়াও সংগীত পরিবেশন করেন মিষ্টি বিশ্বাস ও স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর অন্যান্য শিল্পীরা। নাচ, গান ও আবৃত্তিতে উৎসব মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।