রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: ৭ সেপ্টেম্বর শনিবার মেরি দা লাকর্ণব এর উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসের লা কর্ণব এ আয়োজন করা হয়েছে বার্ষিক আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। ফ্রান্সে বসবাসরত বিশ্বের অন্যান্য দেশের কৃষ্টি-কালচার তুলে ধরার জন্য এটি আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশও অংশগ্রহণ করেন।
ফ্রান্স বাংলা স্কুল এর পক্ষ থেকে আধুনিক বাংলা গান ও শিশুদের নৃত্য পরিবেশন করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কার্যকলাপ তুলে ধরার জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখার উদ্যোগে স্টল দেয়া হয় এবং মুক্তিযুদ্ধের কার্যক্রম দেখানো হয় ।
এ ধরনের উৎসব মেলাতে অংশগ্রহণ করতে পেয়ে শিশুরাও অনেক আনন্দ প্রকাশ করেন। উপস্থিত সবাই প্রতিবছরই এ ধরনের প্রোগ্রাম আয়োজন করাতে মেরি দা লাকর্ণব কে অনেক ধন্যবাদ জানান। এতে এই প্রজন্মের শিশুরা অনেক আগ্রহী হবে এবং নিজ নিজ দেশের কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত থাকতে পারবে বলে অনেকে মনে করেন।