রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: শিল্প সাহিত্য ও সংস্কৃতির তীর্থভূমি প্যারিসে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২য় ‘আন্তর্জাতিক জালালাবাদ উৎসব।’
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে রবিবার স্থানীয় সময় বিকাল ৩ টায় প্যারিসের মাক্সধর্মীর একটি হলে এ উৎসব অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ছিল উৎসবের বিভিন্ন পর্ব।
ফ্রান্স থেকে আমাদের প্রতিনিধি রাসেল আহমদ জানান, ফ্রান্স শাখার সভাপতি ফয়সাল উদ্দিনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়সল চৌধুরী এমবিই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপদেষ্টা প্রফেসর ড: সুফিয়া রহমান, লন্ডন ব্যুরো অব টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্যবসায়ী ইকবাল আহমদ এমবিএ, চ্যানেল এস চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, গ্লোবাল জালালাবাদের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব, সেক্রেটারি ময়নুল হক চৌধুরী, বাংলাদেশ ক্যটারার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফয়জুল হক প্রমুখ ।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সাংস্কৃতিক পর্বে সুরের মূর্ছনায় মাতিয়ে তুলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বন্যাসহ ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীরা গান পরিবেশন করেন।
এছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, স্প্যান, ফ্রান্স ও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক সিলেটি তথা জালালাবাদবাসী এই উৎসবে অংশগ্রহণ করে।