আলম হোসেন, : পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে দেশটিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের মাহবুব সিদ্দিকী। রাজধানীর ইতিহাসে প্রথম কোন বিদেশি হিসেবে সিটি কাউন্সিলে যাবার গৌরব অর্জন করেন তিনি।
২০১৮ সালের স্থানীয় সরকার নির্বাচনের অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে সিটি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ২১ অক্টোবর রবিবার সারাদেশ জুড়ে অনুষ্ঠেয় নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে মাহবুুুব সিদ্দিকী বিজয়ী হয়েছে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সিটি কাউন্সিল পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন জনাব মাহবুব সিদ্দিকী যিনি প্লাটফর্মা ওবিভাতেলেস্কা রাজনৈতিক পার্টি হতে প্রথমবারের মতো নমিনেশন পেয়ে বাজিমাত করলেন।
পোল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশির বিজয় অনন্য মাইলফলক বলে বিবেচনা করা হচ্ছে যা ভবিষ্যতে আরো বড় সাফল্যের পথ প্রশস্ত করবে। প্রথমবারের মত এতো বড় পরিসরে নির্বাচনে বিজয়ী হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করেন বাংলাদেশি কাউন্সিলর মাহবুব সিদ্দিকী।