রেদোয়ান আহমেদ, ওয়ারশ, পোল্যান্ড: আবহমান বাংলার হাজার বছরের শাশ্বত মিলন উৎসব পহেলা বৈশাখ। পুরনোকে ভুলে, জীর্ণতাকে ঝেড়ে ফেলে উৎসবে-আনন্দে মাতোয়ারা হওয়ার দিন ১৪২৫-কে বিদায় দিয়ে ১৪২৬ সালকে বরণ করতে পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে সর্বত্র উৎসবের আমেজ বিরাজমান।
উৎফুল্লচিত্তে বাঙালির প্রাণের এই উৎসবকে ঘিরে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। আগামী ১৪ এপ্রিল রবিবার বিকাল ৪ ঘটিকার সময় ভিস্তলা ইউনিভার্সিটি প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হবে।