রনি মোহাম্মদ, লিসবন,পর্তুগাল প্রতিনিধি: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে পোর্তো বিএনপি। ১২ নভেম্বর সোমবার পর্তুগালের বন্দর নগরী পোর্তো বিএনপির উদ্যোগে পোর্তোর স্থানীয় ইস্তামবুল রেস্টুরেন্টে কাইয়ুম লিটনের পরিচালনায় এবং পর্তুগাল বিএনপি সহ-সভাপতি কাজল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে কোরঅান তেলোয়াত করেন আবুল হাসান।
সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন পোর্তো বিএনপির সিনিয়র প্রবীন নেতা ইদ্রিস মাতবর। এছাড়াও বক্তব্য রাখেন পোর্তো বিএনপির মোহাম্মদ রাজ্জাক, দিদার চেয়াম্যান, মো: রাকিব, মোতায়ের হোসেন লালন, হাবিবুর রহমান, মো: হাসান, রাব্বি, আকরাম মন্ডল, সোহাগ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যে গণতন্ত্রের জন্য জাতি ১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করলো, ৭ নভেম্বর যদি বিপ্লব না হতো তাহলে বাংলাদেশ একটি অপশক্তির কাছে চলে যেত। এই বিপ্লবের মাধ্যমে বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশেকে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করেছে।
বর্তমানে সরকারের সকল কাজকে নিন্দা জানিয়ে অবিলম্বে গণতন্ত্রের দেশ মাতাকে মুক্তি দেওয়ার জন্য সরকারকে হুঁশিয়ারি করে নেতারা দেশে গনতন্ত্র ও অাইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন পোর্তো বিএনপির কামাল উদ্দিন, মোহাম্মদ সুজন, বাদশা, জসিম, শাহীন, মোহাম্মদ বাহার, রফিকুল ইসলাম, আবুল কাসেম, ইয়াসিন রাজু, ফারুখ খান, আল মামুন, অনিক, জিসান প্রমুখ। পরিশেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে এবং খালেদা জিয়া ও তারেক রহমানের শারীরিক সুস্থতার জন্য মাওলানা আবুল হাসানের দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি করা হয়।