শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: সারা ভারত জুড়ে সমানে বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। সব কিছু দেখে বুঝেও নিশ্চুপ কেন্দ্রের বিজেপি সরকার। এই পেট্রোপণ্যের নিয়মিত মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক অভিনব প্রতিবাদ করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, বাড়ি থেকে নবান্ন, এই পুরো রাস্তা তিনি, ই-স্কুটারে যান। ই-স্কুটার চালান মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়। ফেরার পথে দিদি একাই অনেকটা পথ নিজেই ই-স্কুটার চালান।
পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদ এর আগে অনেক রকম ভাবে হয়েছে। এদিন নবান্নের দোরগোড়ায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘এক দিকে দুজনে মিলে দেশ বিক্রি করে দিচ্ছে। অন্য দিকে গরীবের পকেট কাটার জন্য উঠে পড়ে লেগেছে।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব প্রতিবাদ দেখে রাজ্যবাসী মুগ্ধহয়েছে। সত্যি দিদির তুলনা তিনি
নিজেই।