রুকসানা রহমান:
কিছু স্বপ্ন ভেজা শিশির
সবুজ পালকে ওড়ে।
কিছু লেখা খেলার মায়াজালে বাঁধে, ভালোবাসা!
এই ছায়া, ছায়ামেঘ আবছায়া, উল্টে যাওয়া রিকশা, হঠাৎ বুকের পাঁজর ভাঙ্গা, তবু ছোটা সাতাশ নাব্বার থেকে বত্রিশের লেক পাড়, জলসিড়ি ভেঙে
বসা।
বিকেলের গেরুয়া রঙ লুটায় জলে, কিছু আশা অপেক্ষা জল জানালায়
কষ্টের বলয় এঁকে বলে-
কুছ ভি, না, কঁহ্যো
তোলা থাক ,কিছু রাত, শ্রাবণের ঐ-দ্বার
পৃথিবী ঘুমায় এখন নিরুদ্দেশে!