জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: লন্ডনে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিকদের ঐক্য এবং ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষে ২৫ মার্চ ২০১৯ পূর্ব লন্ডন রম্ফোরড রোডের স্থানীয় একটি রেস্টুরেন্টে কার্যকরী কমিটি গঠনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২০১৪ সাল থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশি বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিকদের ঐক্য এবং ভ্রাতৃত্ব বন্ধনে সভা অনুষ্ঠিত হয়েছে তবে এবারের কার্যকরী কমিটি গঠনের সার্থকতা যেন সত্যি এক মাইলফলক বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনিশ নাগরিকদের জন্য ।
কবির চৌধুরীর সভাপতিত্বে এবং বি এম সফিকুর রহমানের সঞ্চালনায় ফারুক হোসেনের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যকরী কমিটি গঠনের সভা শুরু হয় ।
দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান বাংলাদেশী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ জলিল খান, বিশিষ্ট শিক্ষাবিদ শওকত আলী, দিদারুল আলম, তাজউদ্দীন, আবুল বাশার, মজিবর রহমান ববী, জুয়েল খান সহ অনেকে।
পরবর্তীতে সকলের সম্মতিক্রমে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ইকবাল বাহার কে সভাপতি, ইবরাহীম খলিল নোমান কে সাধারণ সম্পাদক, ফরিদ আহমেদ, আবদুল গফুর মিলন, আক্কাছ আলী, ফোরকান চৌধুরী, তৌফিকুর রহমান, হাবীব সোহাগকে সহ সভাপতি, বি এম শফিককে সাংগঠনিক সম্পাদক এবং আল আমিন কে সহ সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসের মধ্যে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত হয় । পরিশেষে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের আত্মার শান্তি ও দোয়া কামনা করে মোনাজাত ও খাবার পরিবেশণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।