জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ৩০ মার্চ ২০২৪, শনিবার চেতনায় বাংলাদেশ ইউকের পক্ষ থেকে পূর্ব লন্ডন মেনর পার্কের নান্না বিরিয়ানি রেস্টুরেন্টে এক আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা সোহেল আহাম্মেদের উপস্থিতিতে এবং সাধারণ সম্পাদক সুমনা সুমির উপস্থাপনায় সভাপতিত্ব করেন সহ সভাপতি ইয়াসমিন আক্তার রোজী।
সংগঠনের উপদেষ্টা সোহেল আহাম্মেদের উপস্থিতিতে এবং সাধারণ সম্পাদক সুমনা সুমির উপস্থাপনায় সভাপতিত্ব করেন সহ সভাপতি ইয়াসমিন আক্তার রোজী। আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন On line based 3stv এর সিইও জাহাঙ্গীর আলম সিকদার। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এবং রমযানের তাৎপর্য ও ধর্মীয় অনুভূতি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের ট্রেজারার তাহমিনা সওকত, প্রচার সম্পাদক পারবিন আক্তার, সাংস্কৃতিক সম্পাদক, শরমিলা দাশ, মনিরা মলি, মহিলা সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম মুকুল কোরিওগ্রাফার, শিশুশিল্পী জৈতি এবং মিতা দাশ ও বিউটি চৌধুরী সহ অনেকে।