জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য: ১০ সেপ্টেম্বর সোমবার পূর্ব লন্ডনের ওসবর্ণ স্ট্রিটের একটি স্থানীয় হোটেলে খান মেডিয়া গ্রুপের পক্ষ থেকে সন্ধ্যা ৭ টায় খান মিডিয়া কমিউনিটি অ্যাওয়ার্ড ২০১৮ ও গালা ডিনার অনুষ্ঠিত হয়।
খান মিডিয়া গ্রুপের সিইও (CEO) শরিফ খানের উপস্থিতিতে এবং ইউরো এশিয়া কারি অ্যাওয়ার্ড এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন টিভি উপস্থাপক, ব্যাংকার ও উদ্যোক্তা লায়লা রহমান ।
মলি স্যামুয়েল এমবিই এবং অন্যান্য সাতটি সেরা বিজনেস অ্যাওয়ার্ড বিজয়ীদের জন্য ছিল আশ্চর্যজনক এক অনন্য সান্ধ্য ও অভিনন্দন ।বিভিন্ন দেশের আমন্ত্রিত লোকজনের অংশগ্রহণ ও গালা ডিনার এ ছিল এবং ইংলিশ ও বাংলা গানের এক আনন্দ ঘন পরিবেশ ।
বক্তারা বলেন, এ বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাই একে অপরকে জানতে পেরে খুবই খুশি ও আনন্দিত । তার মধ্যে সবার মাঝে সুরের ভুবনে কাজী কল্পনা ৯ টি ভাষায় গান গাইতে পারদর্শী জেনে খান মিডিয়ার পক্ষ থেকে বেস্ট মাল্টি ল্যাংগুয়েজ সিঙ্গার হিসাবে এওয়ার্ড প্রদান করেন।
অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি প্রকাশে করতে গিয়ে কাজী কল্পনা বলেন, প্রবাসেই তার গান শুরু নয় ছোট বেলা থেকেই তার গানের প্রতি দুর্বলতা ছিল যা স্কুল, কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চাকরী জীবনে ঢাকা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের প্রফেসর থাকাকালীনও বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও বিটিভি সহ বিভিন্ন টেলিভিশনে গানের সম্পৃক্ততা ও সখ্যতা ছিল।
খান মিডিয়া অ্যাওয়ার্ড ও গালা ডিনার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিটার বত্তিং, এলিজাবেথ ফসটার (টুইকেনহাম কনজারভেটিভ দলের চেয়ারম্যান Conservative Chairman for Twickenham), ক্রিস ভিনান্ট, ইতালিয়ান কনজারভেটিভ দলের চেয়ারম্যান Chairman for Italian Conservatives) নিক কারিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।