জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ক্যারাম বোর্ড দেশে কিংবা বিদেশে অত্যন্ত জনপ্রিয় খেলা। যদিও শহর এবং গ্রামের সর্বস্তরেই এ খেলার প্রচলন রয়েছে। ফলে আমাদের দেশের অধিকাংশ ছেলেরাই ক্যারাম খেলায় পারদর্শী। যদিও আন্তর্জাতিক স্তরে প্রথম ক্যারাম প্রতিযোগিতা হয় ১৯৯৩ সালে, তবে বাংলাদেশে ১৯৯০ সালে বাংলাদেশ ক্যারাম ফেডারেশন গঠিত হয়। এ খেলা বাংলাদেশর সর্বত্র ব্যাপক প্রচলিত ও জনপ্রিয়। প্রবাসেও প্রচলন কম নয়। বিশেষ করে লন্ডনে এর প্রচার এবং প্রচলন ব্যাপক। তাছাড়া বিশেষ করে এই খেলাটা ইনডোরেই বেশির ভাগ সমাদৃত। লন্ডনে বিভিন্ন ক্লাব বা এসোসিয়েশন থেকে ক্যারাম প্রতিযোগিতা হয়। এর মধ্যে বরাবরের মত এবারও পূর্ব লন্ডনে মেনর পার্ক ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার ৩৪ সদস্য বিশিষ্ট স্বতঃস্ফূর্ত ভাবে এ খেলার প্রতিযোগিতা হয়।
আন্তর্জাতিক ক্যারাম প্রতিযোগিয়া যারা অংশগ্রহণ করেন তারা হলেন- আব্দুল করিম আব্দুল করিম, হ্যাপি খান, মজিবর বেপারী, জাহাঙ্গীর আলম সিকদার, হারুন, আজিম, আহমদ রাজু, নাদিম, সোহাগ সিকদার, সিলু, আতিক, মোনা, ফরহাদ, সুজন মল্লিক, সুজন বেপারী, নজরুল মিয়া, নজরুল, নাসির সরদার, আসাদুজ্জামান, সাইফুল, রেজাউল, মেসবাহ, সোহেল, খোকন, নিজাম, রনি, মনির, আউয়াল, জনি, জেবলু, সাজ্জাদ, সেলিম সরদার, সাজ্জাদ হোসেন ও মোহাম্মদ হাকিম। সকল সদস্যের সার্বিক সহযোগিতায় লটারির মাধ্যমে ১৭ টিম করা হয় এবং কোয়ার্টার ফাইনালে বিজয়ী সিরিয়াল ৮ টি টিম থাকে।