প্রবাস মেলা ডেস্ক: ৯ আগস্ট, বৃহস্পতিবার থেকে পূর্বাচল আমেরিকান সিটির আয়োজনে রাজধানী ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিনদিনব্যাপী একক আবাসন মেলা শুরু হয়েছে। এ মেলার আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা এসেটস্। দেশে বিদেশে প্রতিবছর একক আবাসন মেলার আয়োজন করে থাকে ইউএস-বাংলা এসেট্স।তারই ধারাবাহিকভাবে ঢাকার বিভিন্ন অঞ্চলে এবং দেশের বিভিন্ন জেলা শহরে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা আয়োজনের পরিকল্পনা করছে ইউএস-বাংলা এসেট্স। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
“এবার হোক-জমিতেই বিনিয়োগ” স্লোগানকে সামনে রেখে পূর্বাচল আমেরিকান সিটিতে এ মেলায় দিচ্ছে সুবর্ন সুযোগ।