প্রবাস মেলা ডেস্ক: মাহামারি করোনা পরিস্থিতে অসুস্থ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, তার ছেলে ফারদীন এহসান স্বাধীন ও পুত্রবধু সাদিয়া রহমান আয়েশা। তাদের করোনার উপসর্গ থাকায় তারা আইসোলেশনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে চিত্রনায়ক ওমর সানি।
ওমর সানি বলেন, ‘মৌসুমীরও শরীর ব্যথা, গলাব্যথা, হালকা জ্বর; যে কারণে সে পরিচালক সমিতির নির্বাচনে ভোট দিতেও যেতে পারেনি। ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছে।’
সপ্তাহখানেক আগে ধুমধাম করে একমাত্র ছেলে ফারদিনের বিয়ে দিয়েছেন ওমর সানি-মৌসুমী দম্পতি। আর শুক্রবার বিকেলে ওমর সানি তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার স্ত্রী, আমার ছেলে নতুন বৌমা, বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন, আমার প্রিয় কজন মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যান। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন।’