ওমর ফারুক হিমেল, সিউল, দক্ষিণ কোরিয়া: বাবা শুধু একটি সম্পর্কের নাম নয়। বাবা শব্দের সাথে জড়িয়ে আছে অতি মায়ার মায়াবী টান। বাবা নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথেই যে কোন সন্তানের মনকূঠিরে শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসার এক বিশাল অনুভূতি জেগে উঠে। চুলচেরা বিশ্লেষণ আলোচনা, গবেষণা করেও পৃথিবীর কেউ বাবাদের ভালবাসার গভীরতা কতুটুকু মাপতে পারবে না, বাবাদের ভালবাসা ইনফিনিটি।
বাবার কাঁধের চওড়া পৃথিবী সমান বড়। পৃথিবী সমান চওড়া বলেই নিমিষেই সব সহে নেন, হাজার দহনে স্থির থাকেন, মুখ বুজে মেনে নেন। শত কষ্ট, শত দায়িত্ব , সন্তানদের দেখভাল করা থেকে শুরু করে সংসারের সব দায়ভার অবলীলায় বয়ে বেড়ান তিনি।
বাবাদের চোখ অন্যদের চেয়ে তীক্ষ্ণ, হাত, পা অন্যদের চেয়ে দ্রুতই চলে, বালা মসিবতে সংকটে দাঁড়িয়ে থাকা নির্ভরশীল বটবৃক্ষ, যেন শান্ত স্থির পর্বত। বটবৃক্ষ বলেই, বিশাল সামিয়ানার মত সবাইকে একই পারিবারিক বিনিসূতোয় আগলে রাখেন।
বাবা নামের ছাতাটি সন্তানের ভবিষ্যত্ভাবনায় শঙ্কিত হন । ববলাবাহুল্য, বাবাকে নিয়ে আমরা কেউই এমন করে কখনও ভাবিনি ভাবিনা। শত সাধারণের মাঝেও অসাধারণ হয়ে ওঠা গল্প হলো বাবা, শত তারকাদের মাঝে অসাধারণ জীবনবাজি তারকা হলো বাবা। অকাতরে ভালোবেসে যান সামর্থ্যের শেষ বিন্দুটুকু দিয়ে। উজাড় করে দেন তার সবকিছুই বিনিময় ছাড়া। সবকিছু উজাড় করে দিয়ে নিজের জন্যই কিছু রাখেন না।
মেধা, শ্রমে, ঘামে স্নেহে সন্তানকে তিলে তিলে বড় করেন, মানুষের মত মানুষ করেন। আট বছর পূর্বে আমার মায়ের মৃত্যুর পর থেকেই আমার বাবা দুইয়ের ভূমিকায়, বটবৃক্ষের মত ছায়া দিয়ে আগলে রেখেছেন, কখনো মায়ের মত আদেশ, কখনো বাবার মত শাসন।
সেনোরার মা সন্তান প্রস্রব করতে গিয়ে ম মৃত্যুবরণ করেন, সেনোরার মায়ের মৃত্যুর পর বাবা উইলিয়াম স্মার্ট সন্তানদের তিলে তিলে কষ্ট করে মানুষ করেন, সেভাবেই আমার বাবা আমাদের বিপদে সাহস যোগান, অভয় দেন, মনীষীদের জীবন যুদ্ধের গল্প বলেন। প্রয়োজনে আমাদের জন্য নিজের জীবন বিলিয়ে দেবেন। হাজারো সমস্যার মাঝেও আমাদেরকে মায়ের অভাব বুঝতে দেননা তিনি। বিদেশ বিভূঁইয়ে থাকায় সর্বদা উনার পাশে থাকতে পারিনা, কিন্তু আমার বোনেরা ভালবাসার সবটুকুই উজাড় করে দে বাবাকে, সত্যই বাবাদের জন্যই মেয়েদের ভালোবাসা অসীম।
অনেকে বলেন, মেয়েরা নাকি বাবার বেশি প্রিয় হয়, যার জ্বলন্ত উদাহরণ আমার বোনেরা। বাবা যেন আমার বোনদের কাছে যেন এক ছোট্ট শিশু। আমার বোনেরা বাবাকে যথেষ্ট ভালোবাসে, যত্ন নেয়। আর বাবা? আমার বোনদের জন্য জীবন। সেজন্যই মনে হয় কোন মনীষী বলেছিলেন, ছেলেরা বিয়ের পর আর ছেলে রয়না, মেয়েরা বিয়ের পরও মেয়ে হিসেবেই থাকে।
হেমন্ত মুখোপাধ্যায়ের গানের মত ‘আয় রে আমার কাছে আয় মামণি, এ হাতটা ভালো করে ধর এখনই…’ অন্যত্র ডেবিড লরেন বলেন, My dad is my best friend, my father, and my boss. When I do something that is exciting and he likes it, it feels three times as good as you can imagine.
দিল্লির সম্রাট বাবর যেমন সন্তান হুমায়ুনের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন, তেমনিভাবে সব বাবারা সন্তানের জন্যই নিজের জীবন তিলে তিলে ক্ষয় করেন, নিজেকে দহন করেন। দিল্লির সম্রাট বাবরকে নিয়ে কবিতায় রয়েছে, ‘মরিয়া বাবর অমর হইয়াছে, নাহি তার কোনো ক্ষয়, পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। পৃথিবীর সব বাবারা বাবরের মত অমর হয়ে রইবেন।কোনকালে বাবাদের ক্ষয় নাই।