আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো: শামীম আহসান ও ইতালি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কনস্যুলার সেবাসহ পাসপোর্ট অ্যাপায়েন্টমেন্ট গ্রহণ পদ্ধতি স্যোসাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার সকাল ১০টায় ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো: শামীম আহসান উপস্থিত ইতালি প্রবাসী বাংলাদেশিদের সামনে এই প্রক্রিয়া অবমুক্ত করেন। এসময়ে তিনি অনলাইন অ্যাপায়েন্টমেন্ট পদ্ধতি কিভাবে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে যা উপস্থিত সকলের সামনে প্রকাশ করেন। তিনি আরোও বলেন, অনলাইন অ্যাপায়েন্টমেন্ট পদ্ধতিতে আমাদের কারো কোন হাত নেই বা করার কিছু নেই, এটা সম্পূর্ণ অটোমেটিক। অ্যাপায়েন্টমেন্ট নিতে আর দূতাবাসে আসার প্রয়োজন পড়বেনা। অনলাইনে অ্যাপায়েন্টমেন্ট নিতে পারবে সেবা প্রত্যাশীরা।
করোনাকালীন এই সময়ে ইতালি সরকারের স্বাস্থ্য বিধি মেনে দূতাবাস সব ধরণের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিছু অসৎ ব্যবসায়ীরা অ্যাপায়েন্টমেন্ট সংক্রান্ত প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে ফলে সেবা কার্যক্রম ব্যহত হচ্ছে। তবে এই সমস্ত অপপ্রচারে কান না দেয়ার আহবান জানান রাষ্ট্রদূত।
এসময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে এম এ রব মিন্টু দূতাবাসের চলমান প্রক্রিয়া ও পাসপোর্টসহ সব ধরণের সেবার প্রশংসা করে রাষ্ট্রদূত সহ দূতাবাসের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। কোন প্রবাসী বাংলাদেশি যেন দূতাবাসের সেবা থেকে বঞ্চিত না হয়, অথবা দালাল চক্র দ্বারা হয়রানির শিকার না হয় সেই দিকে নজর দেওয়ার অনুরোধ জানান।
উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত মো: শামীম আহসান বলেন, সরাসরি এই অ্যাপায়েন্টমেন্ট প্রক্রিয়া সম্প্রচার করার অন্যতম কারণ হলো দূতাবাসের স্বচ্ছতা ও স্পষ্টতা উপস্থাপন করা। এর পাশাপাশি অনভিজ্ঞ সেবা প্রত্যাশী প্রবাসীরা কিভাবে এই অ্যাপায়েন্টমেন্ট নিতে পারবে সেই বিষয়ে ও সরাসরি সম্প্রচার করার পদক্ষেপ নিয়েছে বলে জানান রাষ্ট্রদূত।

দূতাবাসের প্রথম সচিব শেখ সালেহ আহমেদ বলেন- দূতাবাসের কার্যক্রম কতটা স্বচ্ছ তা দেখানোর জন্য রাষ্ট্রদূত স্যারের চাওয়া অনুযায়ী মিডিয়া, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকের এই আয়োজন
এসময় দূতাবাস কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর ও দূতালয় প্রধান শিকদার মো: আশরাফুর রহমান, কাউন্সিলর (শ্রম) এরফানুল হক এবং প্রথম সচিব শেখ সালেহ আহম্মেদ।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সর্বউরোপীয়ান আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহতাব হোসেন, ইতালি আওয়ামীলীগের সহ সভাপতি হাজী মো: জসিম উদ্দিন, ইতালি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, আফতাব বেপারী, হাদীউল ইসলাম, রোম মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি স্বপন হাওলাদার, রোম মহানগর স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক লিটন চৌধুরী সহ সাংবাদিক বৃন্দ।
রাষ্ট্রদূত শামীম আহসানের ব্যতিক্রমী উদ্যোগে প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত খুশি ও আশাবাদী যে, রোম দূতাবাস নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে গুঞ্জন তার অবসান হবে। তারা নতুন রাষ্ট্রদূতের সেবা প্রদানের জটিলতা কমানো সেই সঙ্গে অন্যান্য সেবা প্রদানের কার্যক্রম গুলিতে সন্তোষ প্রকাশ করেন।