প্রবাস মেলা ডেস্ক: ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি অডিও ফাঁসের মাধ্যমে তিনি আলোচিত হয়েছেন। সেই আলোচনার দরজা বন্ধ হতেই অনলাইন জুয়ার অ্যাপে শুভেচ্ছাদূত হয়ে আবারও অলোচনায় এলেন। তবে নারী উদ্যোক্তা হয়ে নতুন পরিচয় তৈরি করলেন ঢালিউড কুইন।
চিত্রনায়িকা অপু বিশ্বাস নায়িকা ছাড়াও অন্য পরিচয় তৈরি করতে চান। সেজন্য তিনি ফিল্ম প্রোডাকশন হাউজের কার্যক্রম শুরু করেন প্রায় দু’বছর আগে।
সেখান থেকে ‘লালশাড়ি’ নামে একটি সিনেমাও প্রযোজনা করেছেন এই নায়িকা। কিন্তু সরকারি অনুদানে নির্মিত হয় সিনেমাটি। সিনেমা তৈরির কাজটি অনিয়মিত তাই তিনি এমন ব্যবসা শুরু করছেন যেটি সবসময় ট্রেন্ডে থাকা যায়। পার্লার ও রেস্টুরেন্ট ব্যবসা দিয়ে নতুন পরিচয় চালু করলেন অপু।
জানা গেছে, রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি প্রতিষ্ঠান শুরু করেছেন নায়িকা। পার্লার ও রেস্টুরেন্ট দুটিই ৮ জানুয়ারি থেকে চালু হয়েছে। তবে ১২ জানুয়ারি থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানা গেছে।