প্রবাস মেলা ডেস্ক: ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী পার্লামেন্টের সদস্য পদ ফিরে পেয়েছেন। ৭ আগস্ট ২০২৩, সোমবার ভারতের সংসদ সচিবালয় বিরোধী কংগ্রেস এই নেতাকে লোকসভার সদস্য হিসাবে পুনর্বহাল করে। খবর এএফপির।
দেশটির পার্লামেন্টের নিম্ন কক্ষের মহাসচিব উৎপল কুমার সিং এক বিবৃতিতে বলেন, ‘আরও বিচারিক মতামত দেওয়ার জন্য গান্ধীর পার্লামেন্ট সদস্য পদের স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে রাহুল গান্ধীর রাজনৈতিক মন্তব্য প্রশ্নে এ নেতার মানহানির সাজা দেশটির সুপ্রিম কোর্ট স্থগিত করার পর পদ ফিরে পেয়েছেন তিনি। চলতি বছরের ২৪ মার্চ মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড হয় ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দলের নেতা রাহুল গান্ধীর। দণ্ডের একদিন পরেই লোকসভায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ফলে এমপি পদ হারিয়েছিলেন কংগ্রেসের এই শীর্ষ নেতা।
২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচনের সময় ওয়েনাডে এক নির্বাচনী জনসভায় পলাতক ব্যবসায়ী লোলিত মোদি ও নীরব মোদির নাম উল্লেখ করে তোপ দাগেন রাহুল। এসময় ভারত থেকে এ দুই ব্যবসায়ীর পালিয়ে যাওয়ার উদাহরণ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে রাহুল বলেন, ‘সব চোরের শেষে একই নাম–মোদি।’ এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মানহানি ও অবমাননার দায়ে মামলা করেন বিজেপি নেতা ও গুজরাটের তৎকালীন মন্ত্রী পুর্নেশ মোদি। ওই মামলায় রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয় সুরাটের আদালত। তবে, সাজা দিলেও রাহুলকে এ মামলায় জামিন দেওয়ার পাশাপাশি রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের সময় দিয়েছিলেন আদালত।