প্রবাস মেলা ডেস্ক: পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে আদিবাসী গোষ্ঠীর সহিংসতায় কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোরে এনগা প্রদেশের ওয়াপেনামান্ডা জেলায় এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাস্তার ধারে এবং ওয়াপেনামান্দার পাহাড় থেকে প্রায় ৬৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এই সহিংসতাকে সাম্প্রতিক ইতিহাসে পাপুয়া নিউ গিনির সবচেয়ে বড় হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে গ্রাফিক ভিডিও এবং ছবি পেয়েছে, যাতে দেখা যায় রাস্তার পাশে ছিন্নভিন্ন ও রক্তাক্ত মরদেহ পড়ে আছে।
পাপুয়া নিউগিনির পুলিশ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জর্জ কাকাস বলেন, এটা পাপুয়া নিউ গিনির সবচেয়ে বড় সহিংস ঘটনার একটি। আমরা সবাই এই ঘটনায় হতবাক হয়েছি। এটা মেনে নেয়া সত্যি কঠিন।
এদিকে অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, গত বছর এনগা প্রদেশে যে প্রতিদ্বন্দ্বী দলগুলোর সহিংসতায় ৬০ জন মারা গিয়েছিল তারাই এবারের সহিংতা চালিয়েছে।
পাপুয়া নিউ গিনিতে প্রায়ই জমিজমা এবং সম্পদের বণ্টন নিয়ে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। টানা সহিংসতার জেরে গত জুলাইয়ে এঙ্গাতে তিন মাসের লকডাউন শুরু হয়। সেই সময় পুলিশ পাপুয়া নিউ গিনির ওপর কারফিউ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।