পান্না বদরুল
আমার প্রিয়ার আজ মন ভালো নেই!
আকাশে মেঘের উপর মেঘ জমেছে,
ঘনকালো মেঘেরা ঘর ছেড়েছে,
প্রিয়া আজ মন খারাপের গান শুনেছে।
দূরের পাখিরা নীড় খুঁজেছে
বৃষ্টিরা সব পাখা মেলে সুর ধরেছে,
আমার প্রিয়ার চোখে জল ঘুমিয়েছে,
প্রিয়া আজ মন খারাপের সুর তুলেছে।
চারিদিকে কচি কচি মন ভেঙেছে
দুঃখিনী মায়ের কোল কেঁদেছে,
আদুরে বোনের মান বেড়েছে,
প্রিয়া আজ মন খারাপের জিদ ধরেছে।
আমার প্রিয়ার আজ মন ভালো নেই
ভালোরা সব আজ পথ ভুলেছে,
পোড়ার আগুনে মন পুড়েছে,
ভালোবাসায় খাদ মিশেছে।
আমার প্রিয়ার চোখে অশ্রুজল এসেছে,
আমার প্রিয়ার আজ মন ভালো নেই!