এক. হ্যাঁ, আমি প্রবাস মেলা বলছি। প্রিয় প্রবাসী, বন্ধু-স্বজন, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী-প্রীতি ও ভালোবাসা নিন। প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের অংশগ্রহণে, সর্বোপরি প্রবাসীদের কল্যাণে ১৯ বছর পূর্বে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ দেশের প্রথম ও একমাত্র টেলিভিশন অনুষ্ঠান হিসেবে আমার যাত্রা শুরু হয়েছিল। টানা ৯ বছর ধরে বিটিভির ক্যামেরায় পাক্ষিক ভিত্তিতে আপনাদের সুখ-দুঃখ, হাসি-কান্না, সাফল্য-ব্যর্থতা ধারাবাহিকভাবে তুলে ধরেছি নি:স্বার্থভাবে। বিনিময়ে আপনাদের কাছ থেকে পেয়েছি নিরন্তর ভালোবাসা।
দুই. মাঝে কিছুকাল বিরতি দিয়ে ১৫ জানুয়ারি ২০১৫ থেকে ‘উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার’ এই স্লোগান নিয়ে আবার শুরু হলো আমার নতুন করে পথচলা। তবে এবার ভিন্ন আঙ্গিকে, ভিন্ন মাধ্যমে। পাক্ষিক পত্রিকা (প্রিন্ট ও অনলাইন) আকারে আপনাদের সেবায় নিয়োজিত। আমি সেই প্রবাস মেলা-ই। একটু অন্যরূপে। অন্য আঙ্গিকে- এই যা। আমাকে এখন দেশের সমস্ত পত্রিকা স্টলে ম্যাগাজিন আকারে পাক্ষিক ভিত্তিতে পাওয়া যায়। ৬০-৭০ টি দেশের প্রবাসীরা অনলাইনেও আমাকে প্রতিনিয়ত পড়ছেন। প্রায় ২০টি দেশে ‘বিদেশ প্রতিনিধি’রা আমার সেবায় নিয়োজিত আছেন। তারা প্রতিনিয়ত প্রবাসী কমিউনিটির সংবাদ পাঠিয়ে আমাকে অনলাইনে আপডেট রাখছেন। প্রবাসী কবি-লেখকরাও নিয়মিত লিখছেন। এছাড়াও প্রায় প্রতিদিনই প্রবাসী বাংলাদেশিরা ঢাকাস্থ আমার অফিসে এসে আমাকে এগিয়ে যাওয়ার সাহস দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
তিন. আমার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ঢাকাস্থ নির্মাণ কারিগরবৃন্দ গত ৫ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার দেশের বিশিষ্ট শিল্পী, কবি-সাহিত্যিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, প্রবাসী, অভিনেতা-অভিনেত্রীসহ সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কেক কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন পালন করলো। এছাড়াও ২৫ জানুয়ারি সৌদিআরবের রিয়াদে, ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেল্সে, ১৫ ফেব্রুয়ারি মালদ্বীপের মালেতে, ২৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লন্ডন সহ সৌদিআরবের জেদ্দা ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, কমিউনিটি ব্যক্তি, গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিক ও বিপুল সংখ্যক প্রবাসীরা কেক কেটে, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমার ৫ম বর্ষে পদার্পণ উদযাপন করেছে। আমি পাঠকদের ভালোবাসায় আবেগে আপ্লুত, তাদের প্রতি কৃতজ্ঞ।
চার. প্রাণপ্রিয় পাঠক, আপনি নিশ্চয়ই অবগত- আপনাদের মাধ্যমে এবং সহযোগিতায় আমি প্রবাস মেলা নি:স্বার্থভাবে প্রবাসীদের বলিষ্ঠ কন্ঠস্বর হিসেবে দেশ- প্রবাসের সেবায় নিয়োজিত। আগামী দিনগুলোতেও আমি আপনাদের পাশে থেকে আপনাদের সকল সমস্যা-সম্ভাবনা, সাফল্য-ব্যর্থতা তুলে ধরে আপনাদের এগিয়ে চলার সঙ্গী হতে চাই। আশাকরি আপনারাও আমার এই পথচলায় আগের মত ভবিষ্যতেও সহযোগিতা করবেন।
পরিশেষে আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনায়-আমি প্রবাস মেলা।