প্রবাস মেলা ডেস্ক: অর্থনৈতিক সংকটের কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের মন্ত্রীরা বেতন নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বুধবার (২০ মার্চ) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তার মন্ত্রিসভার সর্বসম্মতিক্রমে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় রোধের লক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিসভা ইতোমধ্যেই সরকারের অর্থায়নে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রাদেশিক মন্ত্রী, সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তাদের পূর্বানুমতি ছাড়া সরকারি তহবিল ব্যবহার করে বিদেশ সফরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও একই কারণ দেখিয়ে বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
শেহবাজ শরীফ তার আগের মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালীন (২০২৩ সালের ফেব্রুয়ারিতে) একই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন।