প্রবাস মেলা ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ৩ জুলাই ২০২২, রবিবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের।
স্থানীয় প্রশাসন জানায়, ৩০ জন যাত্রী নিয়ে রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটা শহরে যাওয়ার পথে জোব এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকর্মীরা। গুরুতর আহতদের নেয়া হয় স্থানীয় বিভিন্ন হাসপাতালে। চিকিৎসকদের শঙ্কা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই হতাহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আহতদের সব ধরনের চিকিৎসা সহায়তা করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। গেলো মাসেও একই এলাকায় বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হয়।