প্রবাস মেলা ডেস্ক: অধিকৃত পশ্চিম তীর ও ইসরাইলে চলতি বছরে দুই শতাধিক ফিলিস্তিনি ও ৩০ জন ইসরাইলি নিহত হয়েছেন। ২১ আগস্ট ২০২৩, সোমবার জাতিসংঘের মধ্যপ্রাচ্যের দূত টর ওয়েনেসল্যান্ড এই তথ্য জানান। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মধ্যপ্রাচ্যের দূত টর ওয়েনেসল্যান্ড বলেছেন, অধিকৃত পশ্চিম তীর ও ইসরাইলে চলতি বছরে দুই শতাধিক ফিলিস্তিনি ও ৩০ জন ইসরাইলি নিহত হয়েছেন। নিহতের সংখ্যা গত বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এমনকি ২০০৫ সালের পর এই প্রথম দুই দেশের চলমান সহিংসতায় মৃতের সংখ্যা দুই শতাধিক ছড়াল।
মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, ফিলিস্তিনিদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে হতাশা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও একটি স্বাধীন রাষ্ট্র লাভের অগ্রগতিতে বাধা সৃষ্টি এই সহিংসতা বাড়িয়েছে।
টর বলেন, ফিলিস্তিনি ও ইসরাইলি হত্যা ও জখম প্রতিদিনের সহিংসতার অংশ হয়ে উঠেছে। এমনকি আমার এই ব্রিফিংয়ের আগেই পশ্চিম তীরে গুলিবিদ্ধ হয়ে একজন ইসরাইলি নিহত হয়েছেন।
টর আরও বলেন, যদিও ইসরাইলি এবং ফিলিস্তিনিরা বর্তমান পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু এসব একতরফা পদক্ষেপগুলো দুই দেশের শত্রুতা আরও বাড়িয়েছে।
মূলত তিনি তার কথায় অবৈধ ইসরাইলি বসতিগুলো অবিচ্ছিন্ন সম্প্রসারণ, ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস, ফিলিস্তিনি প্রশাসনিক ও পুলিশের নিয়ন্ত্রণে অধিকৃত পশ্চিম তীরের এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরাইলি বসতি স্থাপনকারীদের আক্রমণের দিকে ইঙ্গিত করেন।