প্রবাস মেলা ডেস্ক: পশ্চিমবঙ্গে নিখোঁজ এক বাংলাদেশি জেলের মৃত্যু হয়েছে। ইউনুস গাজী নামের ওই জেলের বাড়ি পটুয়াখালী জেলার কুয়াকাটার বিপিনপুরে। চিকিৎসাধীন অবস্থায় ২৬ আগস্ট ২০২২, শুক্রবার সকাল সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
গত সপ্তাহে (১৮ আগস্ট ২০২২) সুন্দরবন এলাকা থেকে বাংলাদেশি জেলে ইউনুস গাজীকে উদ্ধার করে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের জেলেরা। উদ্ধার করার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কাকদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্যের আরও অবনতি হলে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার সদর হাসপাতালে।
গত সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সৃষ্ট ঝড়ো হাওয়ায় বহু বাংলাদেশি জেলে নিখোঁজ হন। নিখোঁজদের মধ্যে ১১৪ জনকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ডের সদস্য ও পশ্চিমবঙ্গের জেলেরা। তাদের মধ্যে প্রথম দফায় ৮৮ জনকে আগামী সোমবার (২৯ আগস্ট) দেশে ফিরিয়ে আনা হবে।