ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব, প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাসের প্রেক্ষিতে প্রায় তিন মাস লক ডাউন থাকার পর মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব ২১ জুন থেকে দেশটিতে পর্যটন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব ১৮ জুন, ২০২০ বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পর্যটন কার্যক্রম শুরু ইঙ্গিত দিয়ে এ কথাগুলো বলেন। যা ১৮ জুন, ২০২০ দেশটির বহুল প্রচারিত ইংরেজি দৈনিক সৌদি গেজেট এ সম্পর্কিত এক প্রতিবেদন প্রকাশ করে। ১৭ জুন, ২০২০ বুধবার আরব পর্যটন বিষয়ক মন্ত্রীসভা সংক্রান্ত জরুরি বৈঠকে তিনি সভাপতিত্ব করছিলেন। সভা শেষে এক টেলিভিশন সাক্ষাৎ কারে মন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ইতিবাচক এবং তার দেশে গ্রীষ্মের অনুষ্ঠান কার্যক্রম চালু করতে প্রস্তুত, যা দেশীয় পর্যটনকে আরও ইতিবাচক করে তুলবে। আল-খতিব আরও যোগ করেন , ‘পর্যটন কর্তৃপক্ষের এক গবেষণায় দেখা গেছে, শতকরা ৮০ ভাগ সৌদি নাগরিক অভ্যন্তরীণ পর্যটনের সুবিধা নিতে আগ্রহী। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের পর আমরা জনগণের জন্য অভ্যন্তরীণ পর্যটন কার্যক্রম শুরু করব।
বেশ কয়েকটি আরব পর্যটন মন্ত্রী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রতিনিধিরা বৈঠকে অংশ গ্রহণ করেন এবং যা মহামারী জনিত কারণে এই অঞ্চলের পর্যটন খাত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা চিহ্নিত করে আলোচনা করেন। তিনি যোগ করেন, আল-খতিব আরও উল্লেখ করেন যে, সৌদি আরবের নেতৃত্বে আরব মন্ত্রিপরিষদ কাউন্সিল ফর ট্যুরিজম ব্যতিক্রমী পরিস্থিতিতে এই ভার্চুয়াল অধিবেশনটি এই মহামারী থেকে বেরিয়ে আসার এবং পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার নিমিত্তে অনুষ্ঠিত হয়। সৌদি আরব চাকরি ও ব্যবসা-বাণিজ্য রক্ষা করতে এবং চলমান সংকটের অর্থনৈতিক বোঝা কমাতে মোট ১ বিলিয়ন ইউ এস ডলারের বেশি মূল্যের আর্থিক প্রণোদনার একটি প্যাকেজ প্রস্তাব করেছে।
দেশীয় পর্যটন খাত দেশটির একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্র কারণ এটি তিন মাসের জন্য বেসরকারী খাতে সৌদি কর্মচারীদের বেতন ৬০ শতাংশ যোগান দেয়। উল্লেখ্য যে, সৌদি আরবে প্রতি বছর জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাস দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে সে সুবাধে ভ্রমণ প্রিয় আরবীয়া দেশটির তথা বিশ্ব মুসলিমদের পবিত্র স্থান মক্কা মুকাররমা ও মদিনামুনাওয়ারা সহ দেশের আভ্যন্তরীণ দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে। যেমন: দেশটির পর্যটনের রাজধানী খ্যাত ‘আবহা’। যেখানে আছে দেশটির সর্বোচ্চ পর্বত শিঙ্গ ” আল সুদা” যা ভূপৃষ্ট থেকে প্রায় ১২ হাজার ফুট উপরে যেখানে গেলে মেঘমালার শীতল পরশ অনুভব করা থেকে কেউ বাদ যায় না এবং আরও আছে দর্শনীয় স্থান আল হাবলা, গ্রীন মাউন্টেন, ওয়াল হেরিটেজ গ্রাম রিজিল আলমা। এ ছাড়া পুরো তিনমাস জুড়ে ফেস্টিভ্যালের ব্যবস্থা করা হয় স্থান গুলিতে। এ ছাড়াও আরও রয়েছে তায়েপ, দাম্মাম, জেদ্দার অনেক মনোমুগ্ধকর স্থান গুলো।