রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: লিসবনের পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমীর পর্তুগীজ ভাষা শিক্ষা কোর্সের ২ য় ব্যাচের সমাপনী উপলক্ষে, শিক্ষার্থীদের উদ্যোগে এক ইফতার আয়োজন করা হয়েছে। বুধবার একাডেমির নিজস্ব ক্যম্পাসের হল রুমে উক্ত ইফতার আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিসবন বিশ্ববিদ্যালয়ের আন্ট্রপোলজি গবেষণা কেন্দ্রের প্রধান অধ্যাপক এবং পর্তুগাল প্রবাসী বাংলাদেশীদের অকৃত্রিম বন্ধু জোসে মাপ্রিল।
উপস্থিত ছিলেন পর্তুগাল ইমিগ্রেশন হাই কমিশনের সহকারী অফিসার মইন উদ্দিন আহমেদ, মাল্টিকালচ্যারাল একাডেমির সভাপতি মোঃ সম্রাট, পরিচালক মোঃ রাসেল আহম্মেদ এবং কোষাধ্যক্ষ শওকত আজিজ, একাডেমির পর্তুগীজ শিক্ষিকা সোফিয়া সহ উক্ত ব্যাচের সকল ছাত্র-ছাত্রীগণ।
ইফতার পূর্বে বক্তারা একাডেমির পর্তুগীজ ভাষা শিক্ষা সাটিফিকেট কোর্স এর নানান পদক্ষেপের প্রশংসা করেন। অভিবাসীদের দক্ষতা উন্নয়নে এই একাডেমির ভূমিকার কথা উল্লেখ করে ভবিষ্যতে আরো নতুন নতুন সেবা নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, পর্তুগালে বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের প্রচেষ্টায় লিসবনে এমন উদ্যোগ এই প্রথম এবং বর্তমানে এখানে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, নেপাল, চীন, ইরান সহ আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা ভাষা শিক্ষা কোর্স গ্রহন করছেন। পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্স ছাড়াও একাডেমির রয়েছে বেশ কিছু প্রফেশনাল কোর্স। আরো রয়েছে বাচ্চাদের ও মহিলাদের জন্য আলাদা আলাদা কোর্স। ইফতার পূর্বে উক্ত ব্যাচের ছাত্র মোস্তফা রাজার বিশেষ মোনাজাতে সকল মুসলিম সহ বিশ্বের শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।