রনি মোহাম্মদ, লিসবন,পর্তুগাল প্রতিনিধি: ”সাফল্যের দশ দিগন্তে” স্লোগান নিয়ে দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ১০ম বর্ষে পর্দাপণ উপলক্ষে দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপের দেশ পর্তুগালেও ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন।
২০ মার্চ বুধবার সন্ধ্যায় পর্তুগালের রাজধানী লিসবনের পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমীর হল রুমে এ উপলক্ষ্যে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। বাংলাদেশ প্রতিদিনের প্রতি প্রবাসীদের ভালোবাসা জানাতে একে একে অনুষ্ঠানস্থলে আসতে থাকে পর্তুগালের অবস্থানরত বিভিন্ন সংগঠন এবং কমিউনিটি ব্যাক্তিবর্গ। কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ এবং মোঃ সাম্রাট এর সার্বিক সহযোগীতায় এবং রনি মোহাম্মদ এবং রাসেল আহমেদ এর যৌথ সঞ্চালনা শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যাক্তি কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন, জহিরুল আলম জসিম, আবুল বাসের বাদশা, আবুল কালাম আজাদ, মিজানুর রাহমান, রনি হোসেন, মহিন উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তাগণ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অনেক। তবে এ ক্ষেত্রে সাংবাদিকদের সততা থাকতে হবে। প্রবাসের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে সেই সাথে প্রবাসী বাংলাদেশীদের সফলতার দিক গুলো বেশী করে তুলে ধরতে হবে যেন অন্য প্রবাসীগন সেই পথ অনুসরণ করতে পারে। এবং বাংলাদেশ প্রতিদিনের ভবিষ্যৎ বৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহবুব সুয়েদ, সাংবাদিক এনামুল হক, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রাসেল, মোঃ সাম্রাট, জুবায়ের মিয়া, সরদার রায়হান, মিজানুর রাহমান মাসুদ, শাহীন আহমেদ, মনিরুজ্জামান আলো, মোহাম্মদ সোয়েব, মোশারফ হোসেন, মাঈন উদ্দিন, দেলোয়ার হোসেন, আরিফ জামান প্রমুখ।
পরে উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক এর বর্ষপূর্তি উদযাপন করেন।