রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালের রাজধানী লিসবনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল শাখার আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার স্থানীয় সময় রাত ৮:৩০ মিনিটে ওয়ার্ক মুন্ড চাইনিজ রেষ্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল শাখার সভাপতি খলিলুর রহমান সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য কমিউনিটির প্রবীণ ব্যক্তি রানা তাসলিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন সহ বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিলন বেপারী, পর্তুগাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন দর্জি।
আলোচনা সভার শুরুতে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির শেখ ওয়াসিম জামান লেলিন। এই সময় বক্তারা বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং জাতির জনকের পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য দীর্ঘ ২৪ বছর যে সংগ্রাম করেছেন তা তুলে ধরেন এবং তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, সে বিষয়েও আলোচনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সেলিম শেখ, উজ্জাল তাপদার, এ্যাডভোকেট রাসেল মজুমদার, কাইয়ুম, অনিক মিয়া, মো: মামুন, মোস্তাক হোসেন, সবিয়া ইাসমিন, ওমর ফারুক, আনোয়ার হোসেন, বিল্লাল হোসেন প্রমূখ।