রনি মোহাম্মদ, লিসবন,পর্তুগাল প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্তুগালের রাজধানী লিসবনের ১৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ ইসলামিক সেন্টার, বাইতুল মুকাররাম জামে মসজিদে বাদ মাগরিব বয়ান ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করা হয় পবিত্র শবে বরাত।
শুক্রবার মাগরিবের পর কোরআন তেলাওয়াত, হামদ ও নাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এবারের বিশেষ আকর্ষণ ছিল করাচী বিশ্ববিদ্যালয় থেকে ধর্মীয় বিষয়ে স্নাতক ডিগ্রিধারী ও যিনি মাত্র ১৮ মাসে পবিত্র কোরআন মুখস্ত করে হাফেজ স্বনামধন্য আলিম হযরত মাওলানা শেখ আমিনুদ্দীন মুহাম্মদ ইব্রাহিম সাহেবের পবিত্র শবে বরাত গুরুত্বপূর্ণ বয়ান।এছাড়াও বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মুকাররাম জামে মসজিদের খতিব মুফতি মাওলানা অধ্যাপক আবু সাঈদ রমযান ও ইফতারের গুরুত্ব মূল্যবান বয়ান করেন।
অন্যান্য বছরের মতো এবারো এই বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মুকাররাম জামে মসজিদে প্রতি দিন ৫০০ লোকের ইফতারের ব্যবস্থা করা হবে বলে মসজিদ কর্তৃপক্ষ ঘোষণা করেন এবং কমিউনিটির মানুষের কাছে ইফতারের জন্য সাহায্যের আবেদন করেন।
বয়ান শেষে রমযানের জন্য ও মুসলিম উম্মার জন্য দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা শেখ আমিনুদ্দীন মুহাম্মদ ইব্রাহিম এবং বাদ এশা নৈশভোজ বিতরণ করা হয়। শবে বরাতের ইবাদতের জন্য সারা রাত মসজিদ খোলা রাখার ব্যাবস্থা করা হয় এবং যারা মসজিদে অবস্থান করবেন তাঁদের জন্য সেহরির ব্যবস্থা রাখা হয়। সবশেষে বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মুকাররাম জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের প্রতি রমযানের আগাম আন্তরিক মোবারকবাদ ও শুকরিয়া জ্ঞাপন করা হয়।