রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালে পোর্তোর পরে রাজধানী লিসবন, গিমারেশ ও ভিলা রিয়ালে নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত ৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৪ মার্চ ২০২০, বুধবার রাত ১০টায় দেশটির স্বাস্থ্য অধিদপ্তর-জেনারেল ফর হেলথ (ডিজিএস) বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে আক্রান্তদের মধ্যে ৩ জন পোর্তোয়, ১ জন কুইমব্রা ও ২ জন রাজধানী লিসবনে চিকিৎসাধীন আছেন এবং সন্দেহ থাকায় ১১৭ জনকে বিভিন্ন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে প্রত্যেকের অবস্থা স্থিতিশীল আছে বলে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর-জেনারেল ফর হেলথ (ডিজিএস) জানায়।
৪ মার্চ ২০২০, বুধবার সন্ধ্যায় রাজধানী লিসবনে ৪০বছরের বেশি বয়সী একজন নারীর শরীরে এ ভাইরাসের সংক্রমনের বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। পর্তুগালে এই প্রথম কোন নারী কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হলেন। পূর্ববর্তী ৫জন রোগীর ২ জনের ৩০ বছর, ২ জনের ৪০ বছর এবং ১ জনের ৬০ বছর বেশি বয়সী পুরুষ ছিলেন। তবে আক্রান্তদের মধ্যে ৩ জনই সম্প্রতি ইতালি এবং ১ জন স্পেন থেকে এসেছেন এবং অপর দুজনও তাদের সংস্পর্শেই সংক্রমিত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টরা জানিয়েছে।
কোভিড ১৯ করোনা ভাইরাস মোকাবেলায় পর্তুগালের স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যেই রাজধানী লিসবনে ৩০০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল এবং সারা দেশে ৬০টিরও বেশি বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়।