রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দূতাবাস লিসবন পর্তুগাল এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
বুধবার সকাল ৯ টায় দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিতকরনের মাধ্যমে শোক দিবসের অনুষ্ঠান শুরু হয়।
বিকাল ৪ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলের শুরুতে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বাংলাদেশ দূতাবাস লিসবনের কনসুলার মো: নুর উদ্দিন। এর পর ১ মিনিট নিরাবতা পালনের মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়।
মান্যবর রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকের সভাপতিত্বে ও হাসান আবদুল্লাহ তৌহিদের সঞ্চালনায় মহামান্য রাষ্ট্রপতির শোক বার্তা পাঠ করেন দূতাবাসের দ্বিতীয় সচিব হাসান আবদুল্লাহ তৌহিদ। প্রধানমন্ত্রীর শোক বার্তা পড়ে শোনান দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সামিউল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক বার্তা পাঠ করেন সাহাবুদ্দিন।
শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের, পর্তুগাল আওয়ামী পরিবার ও পর্তুগাল ছাত্র লীগের নেতা কর্মি ছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগালের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিবর্গ।
রাষ্ট্রদূত তার বক্তব্যে, দেশ স্বাধীনে বঙ্গবন্ধুর অবদানের কথা স্বরণ করেন এবং ১৫আগস্ট ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু স্বপরিবারে নিহতের ফলে দেশের যে অপূরণীয় ক্ষতি সাধিত হলো তা পূনর্ব্যক্ত করেন। তিনি তার বক্তব্যে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বর্তমান সরকারের নেওয়া নানা রকম উন্নয়ন কাজের প্রশংসা করেন। আরো উল্লেখ্য করেন জননেত্রী শেখ হাসিনা তার দূর নেতৃত্বের কারনে একজন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন।
এছাড়াও বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামীলীগ, পর্তুগাল আওয়ামী পরিবার, পর্তুগাল ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা পর্বের শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন লিসবন বায়তুল মোকাররম মসজিদের দ্বিতীয় খতিব মোহাম্মদ হাসান।