রনি মোহাম্মদ লিসবন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালস্থ বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের আয়োজনে লিসবনের স্থানীয় ফুড গাডেন রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা তসলিমা উদ্দিন রানার সভাপতিত্বে এবং ইমরান হোসেন ভূঁইয়ার পরিচালনায় লিসবনের শতাধিক বৃহত্তর নোয়াখালী জেলার প্রবাসীগণ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলের শুরুতে সংগঠন এর বিভিন্ন সংগঠনিক দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা শের আলী, সহ সভাপতি মাঈন উদ্দিন, আবদুল করিম মানিক, তফাজ্জল হোসেন তপু, আবদুল কাদের বাপ্পি, নুর নবী খান টিটু, আল মাসুদ সুমন, রাজীব আল মামুন, আবু সাঈদ ফুহাদ, আজাদ রহমান, ইমরান হোসেন, আবদুল্লাহ আল মামুন, প্রিন্স ইউসুফ, মির্জা মেহেদী হাসান, জিল্লু রহমান, বিসমিল্লা রহমান, সাইফুল ইসলাম, মো: সেলিম, জিকু, মিরাজ প্রমুখ।
ইফতারের পূর্বে করোনা মহামারি থেকে পর্তুগাল সহ সকল বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাতৃ মনিজ জামে মসজিদের ইমাম হাফেজ আনোয়ার হোসেন।