হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র সাথে ১১ জানুয়ারি শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগ নেতা এম এ করিম সৌজন্য সাক্ষাত করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক নেতা এডভোকেট আতাউর রহমান শামীম উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা এম এ করিম নব নিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। এই সরকারের বিশ্বব্যাপি ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক যুগে কাজ করবেন বলে তিনি প্রত্যাশা করেন।