প্রবাস মেলা ডেস্ক: অপেক্ষার পালা শেষ করে উদ্বোধনের দ্বারপ্রান্তে পদ্মা সেতু। ২৫ জুন ২০২২ চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে স্বপ্নের সেই সেতু। পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে চলছে নানা আয়োজন। বিশাল এই আয়োজনের অংশ হিসেবে সেতু মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে তৈরি হচ্ছে ‘পদ্মা সেতু’ নামের গানের ভিডিওচিত্র। যা ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধনের পর থেকে বাজবে। প্রচার হবে দেশের প্রায় সব অডিও-ভিডিও গণমাধ্যমে।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে আর মাত্র ১২ দিন বাকি। এর মধ্যে অন্যতম অনুসঙ্গ হিসেবে থাকছে অবাক বিস্ময়ের প্রতীক ‘পদ্মা সেতু নিয়ে থিম সং’।
‘তুমি অবিচল দৃঢ় প্রতিজ্ঞ তুমি ধূমকেতু, বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে পদ্মা সেতু, পেরিয়ে সকল অপশক্তি শত সহস্র বাধা, পদ্মা সেতু মাথা উঁচু করা আত্মমর্যাদা।’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানামুখী বাধা উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণ করায় তাকে নিয়েই শুরু হয়েছে থিম সং।
কবির বকুলের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, মমতাজ, কণা, কিশোর, ইমরান ও নিশীতা। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কিশোর। গানটির রেকর্ডিং শেষে ১২ জুন রোববার ভিডিও ধারণ করা হয়েছে পদ্মা সেতুতে। যাতে অংশ নিয়েছেন শিল্পীরা। আর এটি নির্মাণ করছেন কামরুল হাসান ইমরান।
গানটি প্রসঙ্গে কিশোর বলেন, ‘বিশেষ এই গানটির সুর-সংগীত তৈরি করার পাশাপাশি গাইবার সৌভাগ্য হলো আমার। এরপর পদ্মা সেতুতে এসে সেটির ভিডিওতে অংশ নেওয়ার সুযোগ পেলাম। এ এক অসাধারণ অনুভূতি। এক জীবনে এমন সৌভাগ্যের দেখা খুব কম মানুষই পায়।’