প্রবাস মেলা ডেস্ক: প্রফেসর এন.আর.এম. বোরহান উদ্দিন, পিএইচডি পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান এবং দেওয়ান নূরুল ইসলাম, এফসিএ ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ২১ অক্টোবর ২০১৮ রবিবার বোর্ড অব ডাইরেক্টরস-এর এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রফেসর এন.আর.এম. বোরহান উদ্দিন, পিএইচডি সিটি ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর। তিনি নিউজার্সির স্টিভেন্স টেকনোলজি থেকে পিএইচডি, আমেরিকার পেনসিলভানিয়ার পিটসবার্গ ইউনিভার্সিটি থেকে এমবিএ ও ইন্ডিয়ানার বিএসইউ থেকে এমএস ডিগ্রি লাভ করেন।
দেওয়ান নূরুল ইসলাম, এফসিএ একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) থেকে ফিন্যান্স-এ এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি পদ্মা অয়েল কোম্পানীর পরিচালক এবং রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর অডিট কমিটি ও বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশদ-এর সভাপতি।