প্রেস বিজ্ঞপ্তি: পথিক প্রকাশন এর ২৬ বছর পূর্তি করলো পথিক প্রকাশন। এ উপলক্ষ্যে ২৭ জুলাই ২০২৩ ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলরুমে তারেক মাহমুদ সম্পাদিক শিল্প-সাহিত্যের ছোট কাগজ ‘পথিক’ এর ২৬ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশিষ্ট কবি আসাদ মান্নান। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট অভিনেতা ও লেখক খায়রুল আলম সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিস্ট গীতকবি শহীদুল্লাহ ফরায়জী, অভিনেত্রী সুমনা সোমা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন পথিক এর সম্পাদক তারেক মাহমুদ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে ‘লেখক এবং সমাজের সম্পর্ক ও দায়’ শীর্ষক আলোচনা, কবিতাসন্ধ্যা ও সম্মাননা প্রদান করা হবে।
পথিক এর সম্পাদক তারেক মাহমুদ উক্ত অনুষ্ঠানে সবাইকে স্ব-বান্ধব আমন্ত্রণ জানিয়েছেন।