প্রবাস মেলা ডেস্ক: ২৫ নভেম্বর ২০১৮ রবিবার পটুয়াখালীর বাউফলের আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়- এ বিনামূল্যে সুবিধাবঞ্চিত মানুষ এর জন্য ‘আই স্কীনিং ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। ডিসিআই, আরএসসি ও ফারাজ হোসেন ফাউন্ডেশন যৌথভাবে এই আই স্কীনিং ক্যাম্পের আয়োজন করে।
মূলত- যে সকল সুবিধাবঞ্চিত মানুষ অর্থের অভাবে চোখের ছানি অপারেশন, ঔষধ বা চশমার খরচ বহন করতে অক্ষম তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা, যাতে কোন মানুষই অন্ধ হয়ে না যায় এটাই ছিল এই ক্যাম্পের মূল উদ্দেশ্য।
ক্যাম্পে মোট ৫৭৯ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ১২৫ জন ছানি রোগী, ১৮৬ জন চশমার রোগী সনাক্ত করা হয় এবং ক্যাম্প হতে ১৪৫ জন রোগীকে চশমা প্রদান করা হয়। ছানি অপারেশন ও অবশিষ্ট চশমা রোগীদের আগামী ৫ ডিসেম্বর, ২০১৮ চশমা প্রদান করা হবে। ৪৫৪ জন রোগীকে ক্যাম্প হতে ঔষধ দেয়া করা হয়।
ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক এক শুভেচ্ছা বার্তায় ক্যাম্পের সফলতা কামনা করে বলেন, “ফারাজের স্বরনে চক্ষু ক্যাম্পের উদ্দেশ্য
হলো- হতভাগ্য-সুবিধাবঞ্চিত মানুষের চোখে দৃষ্টি ফেরানো এবং তাদের মাঝে নতুন ভাবে আশা জাগানো। আমি নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসাবে বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে, অন্ধত্ব দূর করা কতটা প্রয়োজন এবং দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধীদের সহযোগিতা করা কতটা জরুরী। এটা আমাদের সবোর্চ্চ প্রতিজ্ঞা, যে সকল দরিদ্র মানুষ আর্থিক অস্বচ্ছলতার কারণে ডাক্তারের নিকট গিয়ে চিকিৎসা নিতে অক্ষম তাদের সেবা প্রদান করা। আমরা অন্ধত্ব দূর করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে সেবা প্রদানের জন্য বদ্ধ পরিকর”।
অনুষ্ঠানে শহিদুল ইসলাম, (মাধ্যমিক শিক্ষা অফিসার, বাউফল, পটুয়াখালী) ফ্রি আই স্কীনিং ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ফিতা কেটে
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে বাউফল উপজেলা, পটুয়াখালী- এর স্বাস্থ্য অফিসের প্রতিনিধি; মোসাঃ মনোয়ারা বেগম, সভাপতি, আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়; জনাব কাজী ফিরোজ আহম্মদ, প্রধান শিক্ষক, আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়; জনাব আব্দুস সাত্তার মন্টু, ফাইন্যান্স ডিরেক্টর, আরএসসি; জনাব জামাল নাসের রোমেল, প্রোগ্রাম ম্যানেজার, আরএসসি; জনাব হুমায়ন কবীর, প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার আরএসসি; জনাব কাজী হাসানুজ্জামান, এরিয়া ম্যানেজার, পটুয়াখালী, আরএসসি; জনাব মো: গোলাম কিবরিয়া, প্রজেক্ট অফিসার, পটুয়াখালী, আরএসসি; জনাব মো: মহাসিন, হেল্ এ্যাসিস্ট্যান্ট আরএসসি সহ আরও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ক্যাম্পে উপস্থিত ছিলেন।
এছাড়াও জনাব আহম্মেদ ওয়াসেল রাফি ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন। উক্ত ফ্রি আই স্কীনিং ক্যাম্পে এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।
ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের একদল অভিজ্ঞ ডাক্তার উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।
উল্লেখ্য-আই স্কীনিং ক্যাম্পটি প্রয়াত ফারাজ আয়াজ হোসেন এর স্বরণে আয়োজন করা হয়। ফারাজ মানবতার জন্য যে অসম্ভব সাহস ও সর্বোচ্চ আতড়বাহুতি দিয়েছেন তা আজ বিশ্ববাসীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। আরএসসি ও ডিসিআই এই মূল্যবোধ সারা বিশ্বের যুব সম্প্রদায় এর মধ্যে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রতিফলিত করতে চায়।