শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: কুয়েত সিটির একটি হোটেলে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশ কুয়েত শাখার উদ্যোগে এক আলোচনা ও পরিচিতি সভা করা হয়। আলোচনা ও পরিচিতি সভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কুয়েত শাখা নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে এম এ মনসুর সভাপতিত্বে ও ইয়াছিন খান অভির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম আওয়ামীলীগ, কুয়েত শাখার সাধারণ সম্পাদক মো: মুসা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকীব চৌধুরী, মাসুদ রানা, শিহাব, সুমন, সাইফুদ্দিন, ওমর ফারুক সহ অনেকে।
বক্তারা আসন্ন একাদশ নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতার আসনে অধিষ্ঠিত করতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে সকল বাংলাদেশি ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান।
সরকারের বিগত দশ বছরের সফলতার ধারাকে বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে বক্তারা উল্লেখ করে বলেন, “এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার ‘ এই শ্লোগানকে সামনে রেখে আওয়ামীলীগ এর সকল নেতা কর্মীরা দেশে তাদের পরিবারের সকলকে নৌকা মার্কায় ভোট দিতে কাজ করার আহবান জানান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মান্নান। সবশেষে নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।