কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: ৩০ ডিসেম্বর নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন, নৌকার বিজয় না হলে দেশে চলমান উন্নয়নের ধারা ব্যাহত হবে। মানুষের মাঝে আবারও শুরু হবে বিএনপি-জামাতের অত্যাচারের কালো থাবা।
মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিক চৌধুরীর সঞ্চালনায় ও যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইআইইউএম’র রিসার্চ ফেলো মাওলানা শহিদুল ইসলাম ফারুকী।
এছাড়াও বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, হাবিবুর রহমান হাবিব, হুমায়ূন কবির, শওকত হোসেন তিনু, শাখাওয়াত হোসেন, শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, মাসুদ রানা, ইঞ্জিনিয়ার রাহাদুজ্জাম, এসকে মুকুল, খোকন কর্মকার, হারুন-অর-রশিদ মিয়াজি, ইপু শাখার সভাপতি হাবিবুল্লাহ, পুচং শাখার সভাপতি মনির হোসেন, বুকিত বিন্তাং শাখার সভাপতি লালটু মিয়া, পেতালিং শাখার সভাপতি ইমাম হোসেন, বান্তিং শাখার সভাপতি সাজ্জাদ হোসেন, কাম্পুং জায়া শাখার সভাপতি সোহাগ, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তারেকুল আলম চৌধুরী, মউদুদ মোল্লাসহ আরও অনেকে।