রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে মালয়েশিয়ার জোহর প্রাদেশিক আওয়ামী লীগ।
রোববার সন্ধ্যায় জোহরের নিউইয়র্ক হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি জাকির হোসেন বলেন, “দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা দরকার। স্বাধীনতার ইতিহাস বিকৃতকারী অপশক্তি ক্ষমতায় আসলে দেশের এই উন্নয়ন ব্যাহত হবে। আর এ কারনেই সবাইকে সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি প্রচার করতে হবে। দেশের মতো প্রবাসেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে এই সরকার। তাই প্রবাসীদের স্বার্থে সবাইকে আবারো নৌকায় ভোট দিতে হবে।”
দলটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ ফাহিম, নজরুল ইসলাম বাবু, আরজু শেখ জনি, শামিম, সারফিন মিয়া, রুবেল প্রমুখ। মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জোহর প্রদেশের বিভিন্নস্থান থেকে আসা বঙ্গবন্ধু প্রেমীরা যোগ দেন। পুরো অনুষ্ঠান জুড়ে জয় বাংলা ও নৌকা প্রতীকের পক্ষে স্লোগান দেয় নেতা-কর্মী ও সমর্থকেরা।
এছাড়া দলটির পক্ষ থেকে দুই সহস্রাধিক কর্মী সমর্থককে দেশে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিতে বিনামুল্যে বিমান টিকিট দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জহুর শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়।