কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মালয়েশিয়ায় নৌকা প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা উপলক্ষে আলোচনা সভা করেছে দেশটিতে বসবাসকারী শরীয়তপুরবাসী।
দেশটির রাজধানী কুয়ালালামপুরে একটি হোটেলে শাহ-আলম হাওলাদার সভাপতিত্বে ও জহিরুল ইসলামের (জহির) সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে।
সভাপতির বক্তব্যে শাহ আলম হাওলাদার বলেন, বিএনপি-জামায়াত জোট বিগত সময়ে আন্দোলনের নামে দেশে জ্বালাও পোড়াও এর মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে গিয়েছিল। তাই দেশকে এবং দেশের মানুষকে ভালো রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী সহ সবাইকে বাংলাদেশে নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নৌকার পক্ষে কাজ করার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে জহিরুল ইসলাম (জহির) বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে এতটা উন্নয়ন স্বাধীনতার পর বাংলাদেশে হয়নি। উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মান্নান খান, আনোয়ার হোসেন টবলু, সেন্টু, মফিজুর রহমান (আরজু), ইমাম হোসেন রানা, মিজানুর রহমান, বিল্লাল হোসেন, জাবেদ, জামাল, দেলোয়ার, রহমতুল্লাহ, আলমগীর ও সনেট ।
সার্বিক সহযোগিতায় ছিলেন শরীয়তপুরের মালয়েশিয়া প্রবাসী মান্নান খান ,আনোয়ার হোসেন খান (টবলু), মিজান তালুকদার, মো. রহিম মাতবর, জাবেদ ফকির, মফিজুর রহমান আরজু, আবদুর রশিদ, জামাল বয়াতি, মো. রেজাউল বিন সামসুদ্দিন, মজিবুর দেওয়ান, মাইনউদ্দিন সিকদার, কাদির মাল, ইমাম হোসেন রানা, অলিল সিকদার, দেলোয়ার মোড়ল, লিটন মাতবর।
অনুষ্ঠানে নৌকার প্রচারণায় শরীয়তপুরের প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।