প্রবাস মেলা ডেস্ক: বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। তার প্রথম ছবি খোঁজ -দ্যা সার্চ হলেও ‘দেহরক্ষী’ ছবি দিয়ে বেশ আলোচনায় আসেন। এরপর একাধিক ছবিতে অভিনয় করার পর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘রাজত্ব’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’ এবং ‘হিরো দ্যা সুপারস্টার’ ব্যবসায়িক ছবি উপহার দেন এই সুদশর্নী নায়িকা। নতুন বছর বেশ কিছু ছবিতে দেখা যাবে তাকে। 
২০১৮ সালটি কেমন গেল? এমন প্রশ্নের জবাবে ববি জানান, ভালো-মন্দ মিলিয়েই কেটে গেল বছরটি। ঘটনাবহুল একটি বছর ছিল আমার জন্য। প্রাপ্তি-অপ্রাপ্তির পাশাপাশি হতাশাও ছিল। আশা করি, চলতি বছরটাতে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারব। নতুন বছরে নতুন কিছু প্রকল্প হাতে নিয়েছি। তবে এখনই এসব নিয়ে কিছু বলতে চাইনা।
মুক্তি অপেক্ষায় ‘নোলক’ ছবি নিয়ে প্রত্যাশা কি? অবশ্যই ভালো কিছু প্রত্যাশা করি। ছবিটি নিমার্ণ করেছেন তরুণ পরিচালক সাকিব সনেট। এই ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। অন্যদিকে কলকাতার রাজা চন্দ এটি পরিচালনা করেছেন। তা ছাড়া গল্পনিভর্র বাণিজ্যিক ঘরানার ছবি এটি। অ্যাকশন ও রোমান্সে ভরপুর। বর্তমান দশর্করা এ ধরনের ছবিই পছন্দ করেন। আশা করছি, এ বছর আমার জন্য নতুন কিছু হবে। তবে ‘নোলক’ ছবিটি আমার জন্য পুরাই ধামাকা হবে।
‘রক্তমুখী নীলা’র অগ্রগতি কেমন? এ বছরের সেপ্টেম্বর থেকে শুটিং করার কথা। বেশ কয়েক মাস আগে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি আমি। পরিচালনা করবেন জয়দীপ মুখার্জি। ছবিতে আমার নায়ক সব্যসাচী মিশরা। এটি হবে বড় বাজেটের ছবি। বাংলা, হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করার কথা আছে।
জীবনের কোন সময়টা খুব বেশি মনে পড়ে আপনার? আমার স্কুল জীবনে মনিপুরি পাড়ায় ভর্তি পরীক্ষা দিয়ে টিকেছিলাম-যা শুনে আমার বাবা ভীষণ খুশি হয়েছিলেন। এটা মাঝে মাঝে খুবই মিস করি। তবে বাবা চেয়েছিলেন আমি ডাক্তার হই। বতর্মানে তো চিত্রনায়িকা হয়ে গেলাম!