কামরুজ্জামান
ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
কি সব লিখছো কবি, কবিতায় আজকাল
অসহায় মানুষের কষ্টের কথা আর লিখো না
অভুক্ত কাঙ্গাল প্রকৃতির আবর্জনা, সমাজ পতিদের অপছন্দ
দাও নতুন কিছু, দাও ধিক ধিনা ধিন ধিনা
কবির সারিতে বেমানান তোমার ছেড়া পোষাকী পাল
কান পেতে শোনো কবি, ঝড়ো বাতাসের মসৃণ সুর ছন্দ
সারি সারি কবির কবিতা দেখো, রকমারী সুগন্ধি মাখা
তোমার লেখা কবিতায়, সূর্য শুধু উত্তাপই ছড়ায়
খেটে খাওয়া মানুষের ঘাম ঝরায়, চাম পোড়ায়
নীল সাগরের বালুচরে, উলঙ্গ নারী নিতম্বে
সূর্যের আলতো ছোঁয়া, তোমার নজর কাড়ে না কেনো কবি?
জ্যোৎস্নার মিষ্টি আলোই শুধু দেখলে, মাখোনি তার সুগন্ধ
অমাবশ্যা রাতের নিঃশ্বব্দ কান্নাই শুনিয়েছো
অন্ধকারের আঙ্গিনায়, কোমল আলিঙ্গনের তৃপ্তি কোথায় দিলে
বৃষ্টির সেই পুরোনো রিমঝিম তান, পারলে না করতে ম্লান
ষোড়শীর শরীর বেয়ে বৃষ্টিদের এঁকে বেঁকে চলার দাওনি বর্ননা
তোমার কোন সম্ভাবনা তৈরী হবে না, পাবে না চাদর সংবর্ধনা।