প্রবাস মেলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রদের সম্মিলনে অনুষ্ঠিত সম্প্রতি এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ এম.পি। উক্ত অনুষ্ঠানে প্রবাস মেলা’র নির্বাহী সম্পাদক শহীদ রাজুও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেসময় নূর মোহাম্মদ এম.পি’র সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে প্রবাস মেলা’র সৌজন্য কপি উপহার দেন। প্রবাস মেলা হাতে পেয়ে নূর মোহাম্মদ এম.পি বলেন ‘এটি একটি শুভ উদ্যোগ। আমি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে এ পত্রিকা বিশেষ ভূমিকা রাখছে বলে মনে করি। এর অগ্রযাত্রা অব্যাহত থাকুক।’ এসময় উপস্থিত ছিলেন ৯০ দশকের ছাত্রনেতা সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহা: শহীদুজ্জামান তরিক, বিএসএমএমইউ’র কনসালটেন্ট ডা. মো: ওয়াহিদুজ্জামান সহ অন্যান্যরা।