প্রবাস মেলা ডেস্ক: ১৩ নভেম্বর ২০১৮ নীলফামারীর জলঢাকার কৈমারী ইউনিয়নে কৈমারী স্কুল এন্ড কলেজে বিনামূল্যে আই স্ক্রীনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডিসট্রেসড চিলড্রেন এ- ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই), রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) ও ফারাজ হোসেন ফাউন্ডেশন যৌথভাবে এই আই স্ক্রীনিং ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পে মোট ৫৩০ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ৯৫ জন ছানি রোগী, ১৬৭ জন চশমার রোগী সনাক্ত করা হয় এবং ১১৩ জন রোগীকে ক্যাম্প হতে চশমা প্রদান করা হয়। পরবর্তী দিনে তাদের ছানি অপারেশন ও অবশিষ্ট চশমা আগামী সপ্তাহে প্রদান করা হবে। ৩৮৯ জন রোগীকে ক্যাম্প হতে ঔষধ প্রদান করা হয়।
আই স্ক্রীনিং ক্যাম্পটি প্রয়াত ফারাজ আয়াজ হোসেন এর স্বরণে আয়োজন করা হয়। ফারাজ মানবতার জন্য যে অসম্ভব সাহস ও সর্বোচ্চ আত্মাহুতি দিয়েছেন তা আজ বিশ্ববাসীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। আরএসসি ও ডিসিআই এই মূল্যবোধ সারা বিশ্বের যুব সম্প্রায় এর মধ্যে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রতিফলিত করতে চায়।
ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক এক শুভেচ্ছা বার্তায় ক্যাম্পের সফলতা কামনা করে বলেন, ফারাজের স্বরনে চক্ষু ক্যাম্পের উদ্দেশ্য হলো- হতভাগ্য-সুবিধাবঞ্চিত মানুষের চোখে দৃষ্টি ফেরানো এবং তারে মাঝে নতুন ভাবে আশা জাগানো। আমি নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসাবে বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে, অন্ধত্ব দূর করা কতটা প্রয়োজন এবং দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধীরে সহযোগিতা করা কতটা জরুরী। এটা আমাদের সবোর্চ্চ প্রতিজ্ঞা, যে সকল দরিদ্র মানুষ আর্থিক অস্বচ্ছলতার কারণে ডাক্তারের নিকট গিয়ে চিকিৎসা নিতে অক্ষম তারে সেবা প্রদান করা আমাদের সর্বোচ্চ প্রতিজ্ঞা। আমরা অন্ধত্ব দূর করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে সেবা প্রদানের জন্য বদ্ধ পরিকর।
অনুষ্ঠানে নীলফামারির জলঢাকা উপজেলার নিবার্হী অফিসার মো: সুজাউদ্দৌলা ফ্রি আই স্ক্রীনিং ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানে জনাব এ জেড সিদ্দিকী, (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, জলঢাকা), জনাব রেজাউল হক বাবু, (ইউপি চেয়্যারম্যান, কৈমারী ইউনিয়ন), জনাব চঞ্চল কুমার ভৌমিক, (মাধ্যমিক শিক্ষা অফিসার, জলঢাকা), জনাব জামাল নাসের রোমেল, (প্রোগ্রাম ম্যানেজার, আরএসসি), জনাব হুমায়ন কবীর, (প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার আরএসসি), জনাব সাঈদ রহমান, (এরিয়া ম্যানেজার, নীলফামারি, আরএসসি), জনাব মো: মহাসিন, হেল্থ এ্যাসিস্ট্যান্ট আরএসসি সহ আরও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ক্যাম্পে উপস্থিত ছিলেন।
এছাড়াও জনাব আহম্মেদ ওয়াসেল রাফি ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন। উক্ত ফ্রি আই স্ক্রীনিং ক্যাম্পে অত্র এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।
মরিয়ম চক্ষু হাসপাতালের একদল অভিজ্ঞ ডাক্তার ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।